ইসলামিক স্টাটাস, islamic statas
দেশের প্রতিটি গ্রামে
একটি করে সুখের ঘর আছে
যার নাম হচ্ছে “মসজিদ
লাইফ পার্টনার এমন হওয়া উচিত
যে একে অপরকে
জান্নাতে নিয়ে যেতে সাহায্য করবে
মেয়েরা মাল নয়
একএকটি বাবার
একএকটি জান্নাত
মৃত্যু নিয়ে স্টাটাস |
প্রত্যেকটা মধুর সম্পর্ক নষ্ট হয়
তৃতীয় ব্যক্তির আগমনে
দু জনের কানাকানি
কথার মধ্যে অন্য কেউ
এসে হানাহানি করলে হৃদয় নিয়ে
আসলেই টানাটানি লেগে যায়
মিথ্যা হাঁসিটা শিখতে হবে
নিজের জন্য না
হলেও পরিবারের জন্য
ক্ষমতার দৌড় মৃত্যু পর্যন্ত
পরিবারের মায়া কবর পর্যন্ত
আর,নেক”আমল জান্নাত পর্যন্ত
মানুষ সিজদাহ্ অবস্থায় মৃত্যু চায়
কিন্তু নামাজ পরতে যায় নাহ্
যার যৌবন কাটে
আল্লাহর ইবাদতে
তার হাশর হবে
আল্লাহর হেফাজতে
ব্রিটিশ মিউজিয়ামে লিখা আছে
- Super man of the world
- হযরত মুহাম্মাদ (সঃ)
যাকে ভয় করি..!! তার নাম হাশর
যাকে বিশ্বাস করি..!! তার নাম কুরআন
যার কাছে আমি ঋণী..!! তার নাম মা
যাঁকে নেতা মানি...!! তিনি হলেন রাসূল (স)
যার কাছে মাথা নতকরি..!! তিনি হলেন আল্লাহ
দুনিয়া নিয়ে দুঃশ্চিন্তা করা
অন্তর হলো অন্ধকারাচ্ছন্ন
আখিরাত নিয়ে দুঃশ্চিন্তা
করা অন্তর হলো আলোকিত
আল্লার কাছে মাপ চাও |
কারো কাছ থেকে কিছু পেতে
হলে যেমন তার সাথে সম্পর্ক
ভাল রাখতে হয়। ঠিক তেমন
আল্লাহর কাছ থেকে কিছু
পেতে হলে, আল্লাহর সাথে
সম্পর্ক ভাল রাখতে হবে
অল্পতে যাকে খুশি করা যায়
তিনি হলেন মহান আল্লাহ
দুনিয়ার সব কিছু
বদলাতে পারে কিন্তু
মায়ের ভালোবাসা
কখনো বদলাবে না
যার বাবা নেই তার
অর্ধেক পৃথিবীটা নেই
আর যার মা নেই
তার পুরো পৃথিবীটাই নেই
সম্পদ তোমাকে পাহাড়া দিয়ে রাখতে হয়,
কিন্তু জ্ঞান তোমাকে পাহাড়া দিয়ে রাখে!
হযরত আলী (রাঃ)
যার কারনে মুসলিম
জাতি এত সম্মানিত
তিনি হলেন
হযরত মোহাম্মদ (সাঃ)
- Azan
- Is The Best
Sound of the world
মা কে জরিয়ে ধরার অনুভূতি
-পৃথিবীর সকল অনুভূতি কে হার
মানায়
কালী ছাড়া যেমন কলম মূল্যহীন
নামাজ ছাড়া তেমনি
মুসলিম মূল্যহীন
সবচেয়ে দামি লাইন.!
لا إله إلا الله محمد رسول الله
- Bless Your Timeline
ভালোবাসা টা শুধু তাকে ঘিরে
- ১০ মাস রয়েছিলাম যার শরীর জুড়ে
মা
যে ব্যাক্তি আজান শুনে
নামাজ পড়বে না কিয়ামতের
দিন তাঁর কানে গরম
সীসা ঢেলে দেয়া হবে
পৃথিবীর সবচেয়ে জটিল অংকের
নাম জীবন। যে সূত্রেই
প্রয়োগ করা হোক না কেন
ফলাফল কিন্তু মৃত্যুই আসবে
সম্পদ বলে- আমাকে
উপার্জনকরো,বাকী সব
কিছু ভুলে যাও সময় বলে
-আমাকে অনুসরন করো
বাকী সব কিছুভুলে যাও
ভবিষ্যত বলে- আমার জন্য
সংগ্রাম করো,বাকী সব কিছু
ভুলে যাওআল্লাহ বলেন- শুধু
আমাকে স্বরনকরো
বাকী সব কিছু আমি দেব।
কালো মেয়েটাও একদিন মা হবে
আর মা কখনোই অসুন্দর হয়না
'কোরআন শুধু একটা কিতাব না
লহ্ম্য কোটি মানুষের আশা
রাগ মানুষের ঈমানকে
নষ্ট করে, হিংসা মানুষের
নেক আমলকে ধ্বংস করে
আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয়।
বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)
তুমি জান্নাত চেওনা বরং
তুমি দুনিয়াতে এমন কাজ
কর যেন জান্নাত তোমাকে চায়
হযরত আলী (রহঃ)
পৃথিবীতে সেই সবচেয়ে
কৃপন , যে মুসলমান অন্য
মুসলমানকে সালাম
দিতে কৃপনতা করে
হযরত মুহাম্মদ (সাঃ)
নামাজ পড় মুসলিম বোন ও ভাই,
নামজ ছারা দুনিয়াতে শান্তি নাই।
নামাজের কথা রেখো স্মরন,নামজ
দিয়ে সাজাও জীবন। নামাজ
ছেরে করোনা ভুল,নামাজ হল
ইবাদতের মূল... শুন মসলিম
ভাই ও বোনেরা।পাচঁ ওয়াক্ত
নামাজ পড়,জীবনকে
সুন্দর ভাবে গরে তোল।
নামাজ রোজা নাহি কাজা
করবো না ভাই কভু,, নয়তো
রাজা দিবেন সাজা যিনি মোদের
প্রভু,, নামাজ রোজা অনেক
সোজা ইচ্ছে যদি করো,, মনের
মতো সময় মতো নামাজ
রোজা করো,, পণ করো আজ
পড়বো রাখবো সদা রোজা
তা না হলে পরকালে পেতে হবে সাজা
বেহেস্তেতে থাকবো মেতে হবে কত মজা
মুসলিম আমার নাম! কুরআন
আমার জান! নামাজ আমার
গাড়ি! জান্নাত আমার বাড়ী
আল্লাহ্ আমার রব! নবী
আমার সব! ইসলাম
আমার ধর্ম! এবাদত আমার কর্ম
মানুষ সব সময় মৃত্যু
থেকে বাঁচার চেষ্টা করে
কিন্তূ জাহান্নাম থেকে
নয়,অথচ মানুষ চাইলে
জাহান্নাম থেকে বাঁচতে
পারে কিন্তু মৃত্যু থেকে নয় ।
মাগো আমি শিখব না
আর হাট্টিমা টিম টিম
কোরআন থেকে শিখব
আমি আলিফ -লাম- মীম
১ টা করে হরফে ১০ টা করে
নেকী, চল সবাই আজ
থেকে কোরআন হাদীস শিখি
নামাজ পড়,রোজা রাখ,কলমা
পড় ভাই,তোরা আখেরের
কাজ করে নে সময় যে আর নাই।
মাটির দেহ নিয়ে কখনও করিওনা
বরাই, দুচোখ বন্দ হলে দেখবে
পাশে কেউ নাই। যাকে তুমি
আপন ভাবো সে হবে পর
আপন হবে নামাজ
রোজা অন্ধাকার কবর
মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাক
কারণ মৃত্যুর দূত তোমার
পিছনে দাঁড়িয়ে আছে। তার
ডাক দেবার পর আর প্রস্তুত
হবার সময় থাকে না।
নামাজ রোজা নাহি কাজা করবো না ভাই কভু
নয়তো রাজা দিবেন সাজা যিনি মোদের প্রভু
নামাজ রোজা অনেক সোজা ইচ্ছে যদি করো
মনের মতো সময় মতো নামাজ রোজা করো
পণ করো আজ পড়বো রাখবো সদা রোজা
তা না হলে পরকালে পেতে হবে সাজা
বেহেস্তেতে থাকবো মেতে হবে কত মজা
আলিম হব, জাহিল থাকবনা
দাড়ি রাখব, মিছা কথা বলব না
মিছামিছি হাসবনা, ঈমান ঠিক রাখব
মসজিদ আবাদ করব
জলে উঠুন ঈমানি শক্তিতে
যদি কাঁদতে চাও, তবে নামাজ
পড়ে আল্লাহর দরবারে কাঁদ,
কারণ তোমার চোখের পানির
মূল্য কেউ না দিলেও, আল্লাহ
তোমার প্রতি ফোঁটা
অশ্রুর অনেক মূল্য দেবেন।
গান বাজনা Delete কর
নামায রোজা Save কর
খারাপ পোস্ট Cut কর
ভাল পোস্ট Share কর ভিন্ন ধর্মকে Respect
কর ইসলাম ধর্ম Open কর।
যাকে ভয় করি তার নাম হাশর
যাকে বিশ্বাস করি তার নাম কুরআন
যার কাছে আমি ঋণী তার নাম মা
যাঁকে নেতা মানি তিনি হলেন রাসূল (স)
যার কাছে মাথা নত করি
তিনি হলেন আল্লাহ
ফুলের সুবাস চাঁদের হাসি
নামাজ কে আমি ভালবাসি
নদীর ঢেও পাখির গান কুরআন
আমার সংবিধান সবুজ শেমল
রুপে ঘেরা ইসলাম ধর্ম সবার সেরা
সুন্দর চেহারা দিয়ে কি হবে?
যদি চরিত্র না থাকে..? উচ্চতর
ডিগ্রী দিয়ে কি হবে? যদি অন্তরে
দ্বীনের জ্ঞান না থাকে..? অঢেল
সম্পদ দিয়ে কি হবে? যদি ঈমান
না থাকে..? পৃথীবির সবকিছু
পেলে কি হবে? যদি
আল্লাহর সাথে না থাকেন
একটি মশার ভয়ে যদি
অপনি মাশারিরভিতরে
ঢুকতে পারেন , তাহলে
দোজকের আগুনেরভয়ে
কেন মসজিদে যেতে পারবেন না ?
তিনিই প্রাণ দান করেন এবং
মৃত্ঘটান এবং দিবা-রাত্রির
বিবর্তনতাঁরই কাজ,
তবু ওকি তোমরা বুঝবে না?
ধংস তার জন্য যার
আজকের দিনটা গত
কালেরচেয়ে উত্তম
হলো না..!!আল কোরআন
মানুষ যদি মৃত ব্যাক্তির
আর্তনাদ দেখতে এবং শুনতে
পেত তাহলে মানুষ মৃত ব্যাক্তির
জন্য কান্না না করে নিজের জন্য কাঁদত
হযরতমোহাম্মদ (সাঃ)
মায়ের ভালোবাসা |
মানুষের মনের মধ্যে
এমনভাবে নিজের জন্য
জায়গা করে নাও যেন তুমি
মরে গেলে তোমার জন্য তারা
দুয়া করে আর বেঁচে
থাকলে তোমাকে ভালবাসে
হযরত আলী (রাঃ)
ঐ ব্যক্তিই প্রকৃত বুদ্ধিমান
যে নিজে নত হয়ে অপরকে বড় ভাবে
আর সে ব্যক্তিই নির্বোধ
যে সর্বদাই নিজেকে বড় ভাবে
হযরত আলী (রাঃ)
হিংসা মানুষকে
এমনভাবে ধ্বংস করে
যেভাবে মরিচা
লোহাকে ধ্বংস করে
ইবনুল খাতীব
জীবনে ছয়টি জিনিস
কখনো ভেঙ্গে ফেলো না?
১=মন.২=সম্পর্ক
৩=ভরসা.৪=ভালোবাসা
৫=বিশ্বাস.৬=বন্ধুত্য
ঐ সকল নারী জাহান্নামী
যারা কাপড় পরেও উলঙ্গ থাকে
বিশ্বনবী হযরত মোহাম্মদ(সঃ)
একজন বেপর্দা নারী একটা
ব্রেক ছাড়া গাড়ির মতো
যেকোনো মূর্হূরতে আপনার
জীবনকে ধ্বংস করতে পারে
এমন এক সময় আসবে
যখন মুসলমানদের
জন্য ঈমান ধরে রাখা
জ্বলন্ত কয়লা হাতের
মধ্যে রাখার ন্যায় কঠিন হবে
বিশ্বনবী হযরত মোহাম্মদ(সঃ)
ডান চোখ হতে বাম
চোখের দূরত্ব যতটুকু
মৃত্যু তার চেয়েও নিকটে
বিশ্বনবী হযরত মুহাম্মদ(সঃ)
কোন মন্তব্য নেই