Header Ads

Header ADS

ভালোবাসার স্টাটাস পর্ব ১, Love Status part 1

➙মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো
ভালবাসা,যার মধ্যে ভালোবাসা
নেই তার কোনো দুর্বলতাও নেই,
ভালোবাসার জন্য মানুষ সবকিছু ছেড়ে
দেয়। আরসেই ভালোবাসা তার জন্য
কাল হয়ে দাড়ায় !!


➙জীবন তোমার সুন্দর হবে আমায় ভালবাসলে, অনেক সুখে থাকবে তুমি আমার কাছে থাকলে।
রাখবো তোমায় বুকের ভেতর অনেক যত্ন করে,
 আমার মত কেউ পাবেনা ভালবাসতে তোরে।
তোমার ঠোঁটের হাসি আমি হারাতে দিবোনা,
তুমি শুধু আমার কথায় একবার বল হ্যা।।


➙জীবন সুন্দর হয় কষ্ট থাকলে.....
আকাশ সুন্দর হয়
হালকা মেঘলা থাকলে.....
আর ভালোবাসা সুন্দর হয় বিশ্বাস
থাকলে...........................................
কিন্তু সবকিছু সুন্দর হয়
একটা সুন্দর মন থাকলে।।


➙কখনো যদি শূন্যতায়
সীমা খুঁজে না পাও,
আমায় অনুভব করো !!
পথ হয়ে খুঁজে নিবো তোমায় ..
যদি কষ্টের বিষাক্ততায়
চোখ ভিজে যায় জলে,
আমায় ডেকো !!
জল মুছে দিবো আমি ..
যদি কখনো নিরাবতার নিস্তব্ধে
একাকীত্ব অনুভব করো,
তুমি জানিয়ে দিও !!
সব কিছু বিসর্জন দিয়ে
ছুটে আসবো আমি ...........


➙প্রতিটিক্ষন শুধু তোমায় ভাবি,জানি
অনেক দুরে আছো,তবু ও এই আশায় থাকি
তোমায় কাছে পাবো।ভালোবাসা
এমনই,কখনও কাউকে ভুলে থাকা যায়
না।সে যতই দুরে থাকুক।হারিয়ে যাওয়া
মানেই শেষ হয়ে যাওয়া নয়,হয়তো
হারিয়ে গিয়েও সুখ ফিরিয়ে দেয়া
যায়।ভালবেসে গেলেই ভালোবাসা
পেতে নেই,সবাইকে ভালোবাসার
স্বাদ পেতে নেই।ভালোবাসা মানেই
সুখের পরশ নয়,প্রকৃত ভালোবাসা হয়তো
বেদনাতেই হয়।


➙যে তোমার,সে তোমারি অন্য কারো হতে
পারে না সে তোমার কাছ অবশ্যই
আসবে,তাকে পাওয়ার জন্য তোমার
কোন যুদ্ব করতে হবে না।।
....হুমায়ূন আহামেদ


➙ভালবাসা এক অদ্ভুত অনুভূতি__ যখন ছেলেটি বুঝে, তখন মেয়েটি বুঝে না__ যখন মেয়েটি বুঝে তখন ছেলেটি বুঝে নাহ__ আর যখন উভয়ই বুঝে তখন দুনিয়া বোঝে নাহ__


➙তোমাকে ভালবাসাটা যদি
আমার পাগলামি হয়ে থাকে,
তবে তোমাকে
না পাওয়া পর্যন্ত
আমি সেই পাগলামি করে যাবো ..
তাতে যদি আমার প্রতি
তোমার অভিমান হয়,
তবে ভেবে নিও,
ভালবাসা এভাবেই হয়..........


➙এমন একটা দিন নেই,
যে তোমাকে মনে পরে না।
এমন একটা রাত নেই,
যে রাতে তোমায় নিয়ে ভাবি না।
এমন একটা মুহূর্ত নেই,
যে তোমাকে miss করি না,
But তুমি বুঝো না...।।


➙চারপাশে যতো পুষ্প ঝরুক-
না পাওয়া স্বর্গের ফুল- সে যে 'তুমি'-
চারপাশে যতো জ্যোৎস্না ঝরুক-
না দেখা পূণ্য পূর্ণিমা- সেও 'তুমি' !
তুমি না থাকলে আর কে নেবে উচ্ছসিত কথার
ভেলায় ?
অপরূপ, অন্য আকাশের রথে ?
চারপাশে যতো শব্দ বাজুক-
না শোনা শুদ্ধ স্বর - সেও তুমি !


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.