Header Ads

Header ADS

মনে পরার স্টাটাস.

তোমার নামেই উড়িয়ে দিলাম--
 নীলচে মেঘের দল..? 
আমার অবাধ্য মনের আস্কারাতে-- 
নামলো প্রেমের ঢল..! 
তোমার মনের আকাশ নীলে 
ভুলে উড়াই সুখের ঘুড়ি.? 
তুমি আমার মনের মাঝে সত্তি-- 
ভালবাসার নীল পরী..?
,


➣কষ্ট আমার হৃদয় জুড়ে কষ্ট আমার বুকে, 
স্বপ্ন ভাঙ্গা মানুষ গুলো কেমনে থাকে সুখে। 
সুখের আশার ভালোবাসায় তাতেও আছে কষ্ট, 
প্রেমের খেলায় মেতে আজ জীবন আমার নষ্ট। 
হৃদয়ের এই মলিন পাতা কষ্টের আবরণে ঢাকা, 
এই পৃথিবী জুড়ে শুধু ঘুরছে কষ্টের চাকা।


আমার মনের বাধনে
বেধে নেবো তোমায়,
তোমার হৃদয় চাদরে
জড়িয়ে নিও আমায়।
রাগ অভিমান, দুঃখ
আসবেনা আর কাছে,
তুমি যদি সবসময়
থাকো আমার পাসে।।


তুমি কি অনুভব করতে পার
আমার হৃদয় ভাঙ্গার বেদনা,
তুমি কি শুনতে পাও
আমার স্বপ্ন ভাঙ্গার কান্না,,
যদি তুমি বুঝতে..... 
তাহলে একা ফেলে চলে যেতেনা।

মনে পরার স্টাটাস

 একদিন আমি
আমার পথে হাঁটছিলাম ..
হঠাৎ তুমি এলে ..
আর হাত ধরে,
অচেনা পথে নিয়ে গেলে ..
তোমায় বিশ্বাস করেছিলাম, কিন্তু
জানতাম না !!
মাঝ পথে একা ফেলে চলে যাবে.............


যদি দেখা না হয় !!
ভেবো না দূরে আছি..
যদি কথা না হয় !!
ভেবো না ভুলে গেছি..
যদি না হাসি !!
ভেবো না অভিমান করেছি..
যদি কল না দেই !!
ভেবো না বদলে গেছি।।
সত্যি বলতে কি
আমি সবসময় তোমায় মিস করি


ভুলতে পারিনা তারে,,
ভালবাসি আমি যারে.. 
মনে পড়ে তারে,, 
শুধুবারেবারে.. জানিনা সে কত দূরে,, 
তবুওআছে মন জুরে.. 
এখনো যে ভাবি তারে,,
সে কি আজো ভালবাসে আমারে..??


তুমি সেই কবিতা ! 
যা প্রতি দিন ভাবি.... 
লিখতে পারিনা॥ তুমি সেই ছবি! 
যা কল্পনা করি.... 
আঁকতে পারি না॥ 
তুমি সেই ভালবাসা! যা প্রতিদিন চাই.... 
কিন্তূ তা কখনো-ই পাই না।
তুমি আমার সেই রাজকন্যা 
যাকে সপ্নে দেখেছি 
কখনো পাইনি খুঁজে।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.