কস্টের কিছু সেরা উক্তি. ভালবাসার কস্টের সেরা উক্ত।
সব কিছুকেই একটি নির্দিষ্ট
সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়,
কিন্তু কষ্টকে কোন
নির্দিষ্ট সঙ্গায় ফেলা যায় না।
কারন কষ্ট এমন ১ জিনিস
যা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়
নরম কাঁদা ১বার পুড়ে যদি ইট হয়ে যায়,
তারপর যতই পানি ঢালা হোক না কেন,
তা আর গলে না বরং শক্তিশালী হয়।
মানুষের মনও একই রকম,
একবার কষ্ট পেলে এরপর শত
আবেগেও তার কোন পরিবর্তন হয় না।
যারা নিজেকে নিয়ে Busy থাকে
তারা কখনও অন্যের দুঃখ
কষ্টকে উপলদ্ধি করতে পারেনা
যতদিন ভবে, না হবে না হবে,
তোমার অবস্থা আমার সম।
ঈষৎ হাসিবে, শুনে না
শুনিবে বুঝে না বুঝিবে, যাতনা মম
বোকা মানুষ গুলো হয়তো
অন্যকে বিরক্ত করতে জানে।
কিন্তু কখনও কাউকে ঠকাতে জানে না।
তাই তোমায় ঠকাতে পারলাম না
প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি
প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে
ভালবাসা কি ভীষণ প্রতারক
হৃদয় ভেঙেছে যার সেই জানে !!
আমি এমনভাবে পা ফেলি
যেন মাটির বুকেও আঘাত না লাগে।
আমার তো কাওকে দুঃখ দেবার কথা নয়
লাইফে কিছু কিছু প্রশ্ন থাকে
যার উত্তর কখনও মিলেনা,
কিছু কিছু ভুল থাকে যা..
শোধরানো যায়না,
আর কিছু কিছু কষ্ট থাকে
যা কাউকে বলা যায়না
'নিজেকে যত্ন করে কাঁদানোর জন্য
খুব আপন মানুষগুলোই যথেষ্ট!.
আজ দুজনার ২টি পথ
ওগো ২টি দিকে গেছে বেঁকে
এই শূন্য ঘরে, এই নির্বসনে কতোকাল,
আর কতোকাল! আজ দুঃখ ছুঁয়েছে ঘরবাড়ি,
উদ্যানে উঠেচে ক্যাকটাস্ত কেউ নেই,
কড়া নাড়ার মতো কেউ নেই,
শুধু শূন্যতার এই দীর্ঘশ্বাস,
এই দীর্ঘ পদধ্বনি
তোমার শূন্য পথের দিকে তাকাতে তাকাতে
২ চোখ অন্ধ হয়ে গেলো, সব নদীপথ বন্ধ হলো,
তোমার সময় হলো না - আজ সারাদিন বিষাদপর্ব,
সারাদিন তুষারপাত ,
মন ভালো নেই, মন ভালো নেই
দুরত্ব জানে শুধু
১দিন খুব বেশি নিকটে ছিলাম
এতোটা নিশব্দে জেগে থাকা যায় না,
তবু জেগে আছি....
আরো কতো শব্দহীন হাঁটবে তুমি,
আরো কতো নিভৃত চরনে
আমি কি কিছুই শুনবো না-
আমি কি কিছুই জানবো না!
বিষাদ ছুঁয়েছে আজ,
মন ভালো নেই, মন ভালো নেই;
ফাঁকা রাস্তা, শূন্য বারান্দা সারাদিন ডাকি সাড়া নেই,
একবার ফিরেও চায় না কেউ পথ ভুলকরে চলে যায়,
এদিকে আসে না আমি কি সহস্র সহস্র বর্ষ
এভাবে তাকিয়ে থাকবো শূন্যতার দিকে?
আমি একা এই ব্রহ্মান্ডের ভেতর
১টি বিন্দুর মতো আমি একা
যেদিন আমি হটাৎ হারিয়ে যাব,
বুঝবে সেদিন বুঝবে
অস্তপারের সন্ধ্যাতারায়
আমার খবর পুঁছবে
বুঝবে সেদিন বুঝবে।
ছবি আমার বুকে বেধে
পাগল হয়ে কেঁদে কেঁদে
ফিরবে মরু কানন
গিরি সাগর আকাশ বাতাশ
চিরি সেদিন আমায় খুজবে
বুঝবে সেদিন বুঝবে।
১দা ছিল না ‘জুতো’ চরণ-যুগলে
দহিল হৃদয় মম সেই ক্ষোভানলে।
ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে,
গেলাম ভজনালয়ে ভজন কারণে!
দেখি তথা ১ জন, পদ নাহি তার,
অমনি ‘জুতো’র খেদ ঘুচিল আমার,
পরের অভাব মনে করিলে চিন্তন
নিজের অভাব ক্ষোভ রহে কতক্ষণ?
যা পেতে ইচ্ছে করে,
আমি তাকেই বলি সুন্দর ।
প্রত্যেকটি প্রাণেরই
১-১টা স্বতন্ত্র চেহারা থাকে ।
সুন্দরের কোনো নির্দিষ্ট চেহারা নেই,
সে আপেক্ষিক !
যখন একা থাকার অভ্যাস হয়ে যায়
ঠিক তখনি সৃষ্টিকর্তা কিছু
মানুষের সন্ধান দেন।
যখন তাদেরকে নিয়ে
ভালো থাকার অভ্যাস হয়ে যায়,
ঠিক তখনি আবার একা হয়ে যেতে হয়
কতোখানি ডাক শুনে ছুটে যায়
এই মুগ্ধ মানুষ অভ্যন্তরে
কতোখানি উৎসবে সব পথ
ভেঙে একখানা পথ শুধু ১খানা
ঘর জেগে ওঠে মর্মের মর্মস্থলে
সে আমায় না হোক,
কেউ অন্তত কাউকে ভালোবাসার
মতো করে ভালোবাসুক সময়
বিরুদ্ধে যাক অসুখ তাড়া করে
ফিরুক তবু হাত না ছাড়ুক,
তবু হাত না ছাড়ুক।
যখন সময় থমকে দাঁড়ায়
নিরাশার পাখি ২হাত বাড়ায়
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
কল্পনা কল্পনা কল্পনা দেখে মন।
৪ দেয়ালের বন্দিশালায় ১টি রাতের পাখি,
কল্পনা ডানায় উড়ান ভরে আকাশ দিয়ে ফাঁকি
কিছুই অসাধ্য নয় আজ আমি
সবকিছুই দিতে পারি
বলো কী কী নেবে তুমি?
রাত বলবে নেই, নক্ষত্র বলবে নেই
শহর বলবে নেই, সাগর বলবে নেই
হৃদয় বলবে- আছে
যদি জানি ১বার দেখা পাবো
তাহলে উত্তপ্ত মরুভূমি
অনায়াসে হেঁটে পাড়ি দেবো,
কাঁটাতার ডিঙাবো সহজে,
লোকলজ্জা ঝেড়ে মুছে ফেলে
যাবো যে কোনো সভায়
কিংবা পার্কে ও মেলায়
অলৌকিক আনন্দের ভার,
বিধাতা যাহারে দেন,
তার বক্ষে বেদনা অপার
আভিলাষী মন চন্দ্রে না-পাক
জোস্নায় পাক সামান্য ঠাঁই,
কিছুটাতো চাই, কিছুটাতো চাই
অসংখ্য কষ্ট, যন্ত্রণা পেয়েও
মেয়েরা মায়ারটানে ১টা ভালোবাসা,
১টা সম্পর্ক, ১টা সংসার টিকিয়ে রাখতে চায়।
এই জন্য মেয়েরা মায়াবতী আর
মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই
তুমি জানো না__আমি তো জানি,
কতোটা গ্লানিতে এতো কথা নিয়ে এতো গান,
এতো হাসি নিয়ে বুকে নিশ্চুপ হয়ে থাকি
তোমার সখার আসবে যেদিন
এমনি কারা বন্ধ আমার মত
কেদে কেদে হয়তো হবে
অন্ধ সখার কারা বন্ধ,
বন্ধু তোমার হানবে হেলা ভাঙ্গবে
তোমার সুখের খেলা দীর্ঘ লো কাটবে না
আর বইতে প্রাণ শ্রান্ত এ ভার সরন
মনে যুঝবে বুঝবে সেদিন বুঝবে।
কষ্ট নেবে কষ্ট
হরেক রকম কষ্ট আছে
আমার কাছে কষ্ট নেবে কষ্ট !
লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট
পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট,
আলোর মাঝে কালোর কষ্ট
‘মালটি-কালার’ কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট
আর কে দেবে আমি ছাড়া আসল শোভন কষ্ট,
কার পুড়েছে জন্ম থেকে কপাল
এমন আমার মত ক’জনের আর সব হয়েছে নষ্ট,
আর কে দেবে আমার মতো হৃষ্টপুষ্ট কষ্ট
সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়,
কিন্তু কষ্টকে কোন
নির্দিষ্ট সঙ্গায় ফেলা যায় না।
কারন কষ্ট এমন ১ জিনিস
যা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়
নরম কাঁদা ১বার পুড়ে যদি ইট হয়ে যায়,
তারপর যতই পানি ঢালা হোক না কেন,
তা আর গলে না বরং শক্তিশালী হয়।
মানুষের মনও একই রকম,
একবার কষ্ট পেলে এরপর শত
আবেগেও তার কোন পরিবর্তন হয় না।
চাপা কস্টে আর্থনা
কস্টের উক্তি |
যারা নিজেকে নিয়ে Busy থাকে
তারা কখনও অন্যের দুঃখ
কষ্টকে উপলদ্ধি করতে পারেনা
যতদিন ভবে, না হবে না হবে,
তোমার অবস্থা আমার সম।
ঈষৎ হাসিবে, শুনে না
শুনিবে বুঝে না বুঝিবে, যাতনা মম
বোকা মানুষ গুলো হয়তো
অন্যকে বিরক্ত করতে জানে।
কিন্তু কখনও কাউকে ঠকাতে জানে না।
তাই তোমায় ঠকাতে পারলাম না
প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি
প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে
ভালবাসা কি ভীষণ প্রতারক
হৃদয় ভেঙেছে যার সেই জানে !!
আমি এমনভাবে পা ফেলি
যেন মাটির বুকেও আঘাত না লাগে।
আমার তো কাওকে দুঃখ দেবার কথা নয়
লাইফে কিছু কিছু প্রশ্ন থাকে
যার উত্তর কখনও মিলেনা,
কিছু কিছু ভুল থাকে যা..
শোধরানো যায়না,
আর কিছু কিছু কষ্ট থাকে
যা কাউকে বলা যায়না
ভালোবাসার কস্টের স্টাটাস
কস্টের স্টাটাস |
'নিজেকে যত্ন করে কাঁদানোর জন্য
খুব আপন মানুষগুলোই যথেষ্ট!.
আজ দুজনার ২টি পথ
ওগো ২টি দিকে গেছে বেঁকে
এই শূন্য ঘরে, এই নির্বসনে কতোকাল,
আর কতোকাল! আজ দুঃখ ছুঁয়েছে ঘরবাড়ি,
উদ্যানে উঠেচে ক্যাকটাস্ত কেউ নেই,
কড়া নাড়ার মতো কেউ নেই,
শুধু শূন্যতার এই দীর্ঘশ্বাস,
এই দীর্ঘ পদধ্বনি
তোমার শূন্য পথের দিকে তাকাতে তাকাতে
২ চোখ অন্ধ হয়ে গেলো, সব নদীপথ বন্ধ হলো,
তোমার সময় হলো না - আজ সারাদিন বিষাদপর্ব,
সারাদিন তুষারপাত ,
মন ভালো নেই, মন ভালো নেই
দুরত্ব জানে শুধু
১দিন খুব বেশি নিকটে ছিলাম
এতোটা নিশব্দে জেগে থাকা যায় না,
তবু জেগে আছি....
আরো কতো শব্দহীন হাঁটবে তুমি,
আরো কতো নিভৃত চরনে
আমি কি কিছুই শুনবো না-
আমি কি কিছুই জানবো না!
বিষাদ ছুঁয়েছে আজ,
মন ভালো নেই, মন ভালো নেই;
ফাঁকা রাস্তা, শূন্য বারান্দা সারাদিন ডাকি সাড়া নেই,
একবার ফিরেও চায় না কেউ পথ ভুলকরে চলে যায়,
এদিকে আসে না আমি কি সহস্র সহস্র বর্ষ
এভাবে তাকিয়ে থাকবো শূন্যতার দিকে?
কস্টের কস্টের এসএমএস
মনের কল্পনার নিরাসা পাকি |
আমি একা এই ব্রহ্মান্ডের ভেতর
১টি বিন্দুর মতো আমি একা
যেদিন আমি হটাৎ হারিয়ে যাব,
বুঝবে সেদিন বুঝবে
অস্তপারের সন্ধ্যাতারায়
আমার খবর পুঁছবে
বুঝবে সেদিন বুঝবে।
ছবি আমার বুকে বেধে
পাগল হয়ে কেঁদে কেঁদে
ফিরবে মরু কানন
গিরি সাগর আকাশ বাতাশ
চিরি সেদিন আমায় খুজবে
বুঝবে সেদিন বুঝবে।
১দা ছিল না ‘জুতো’ চরণ-যুগলে
দহিল হৃদয় মম সেই ক্ষোভানলে।
ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে,
গেলাম ভজনালয়ে ভজন কারণে!
দেখি তথা ১ জন, পদ নাহি তার,
অমনি ‘জুতো’র খেদ ঘুচিল আমার,
পরের অভাব মনে করিলে চিন্তন
নিজের অভাব ক্ষোভ রহে কতক্ষণ?
ভুক পাটা কস্টের স্টাটাস
কস্টের স্টাটাস ইমেজযা পেতে ইচ্ছে করে,
আমি তাকেই বলি সুন্দর ।
প্রত্যেকটি প্রাণেরই
১-১টা স্বতন্ত্র চেহারা থাকে ।
সুন্দরের কোনো নির্দিষ্ট চেহারা নেই,
সে আপেক্ষিক !
যখন একা থাকার অভ্যাস হয়ে যায়
ঠিক তখনি সৃষ্টিকর্তা কিছু
মানুষের সন্ধান দেন।
যখন তাদেরকে নিয়ে
ভালো থাকার অভ্যাস হয়ে যায়,
ঠিক তখনি আবার একা হয়ে যেতে হয়
কতোখানি ডাক শুনে ছুটে যায়
এই মুগ্ধ মানুষ অভ্যন্তরে
কতোখানি উৎসবে সব পথ
ভেঙে একখানা পথ শুধু ১খানা
ঘর জেগে ওঠে মর্মের মর্মস্থলে
সে আমায় না হোক,
কেউ অন্তত কাউকে ভালোবাসার
মতো করে ভালোবাসুক সময়
বিরুদ্ধে যাক অসুখ তাড়া করে
ফিরুক তবু হাত না ছাড়ুক,
তবু হাত না ছাড়ুক।
যখন সময় থমকে দাঁড়ায়
নিরাশার পাখি ২হাত বাড়ায়
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
কল্পনা কল্পনা কল্পনা দেখে মন।
৪ দেয়ালের বন্দিশালায় ১টি রাতের পাখি,
কল্পনা ডানায় উড়ান ভরে আকাশ দিয়ে ফাঁকি
কিছুই অসাধ্য নয় আজ আমি
সবকিছুই দিতে পারি
বলো কী কী নেবে তুমি?
রাত বলবে নেই, নক্ষত্র বলবে নেই
শহর বলবে নেই, সাগর বলবে নেই
হৃদয় বলবে- আছে
যদি জানি ১বার দেখা পাবো
তাহলে উত্তপ্ত মরুভূমি
অনায়াসে হেঁটে পাড়ি দেবো,
কাঁটাতার ডিঙাবো সহজে,
লোকলজ্জা ঝেড়ে মুছে ফেলে
যাবো যে কোনো সভায়
কিংবা পার্কে ও মেলায়
কস্টের সেরা উক্তি
সেরা উক্তি |
অলৌকিক আনন্দের ভার,
বিধাতা যাহারে দেন,
তার বক্ষে বেদনা অপার
আভিলাষী মন চন্দ্রে না-পাক
জোস্নায় পাক সামান্য ঠাঁই,
কিছুটাতো চাই, কিছুটাতো চাই
অসংখ্য কষ্ট, যন্ত্রণা পেয়েও
মেয়েরা মায়ারটানে ১টা ভালোবাসা,
১টা সম্পর্ক, ১টা সংসার টিকিয়ে রাখতে চায়।
এই জন্য মেয়েরা মায়াবতী আর
মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই
তুমি জানো না__আমি তো জানি,
কতোটা গ্লানিতে এতো কথা নিয়ে এতো গান,
এতো হাসি নিয়ে বুকে নিশ্চুপ হয়ে থাকি
তোমার সখার আসবে যেদিন
এমনি কারা বন্ধ আমার মত
কেদে কেদে হয়তো হবে
অন্ধ সখার কারা বন্ধ,
বন্ধু তোমার হানবে হেলা ভাঙ্গবে
তোমার সুখের খেলা দীর্ঘ লো কাটবে না
আর বইতে প্রাণ শ্রান্ত এ ভার সরন
মনে যুঝবে বুঝবে সেদিন বুঝবে।
কষ্ট নেবে কষ্ট
হরেক রকম কষ্ট আছে
আমার কাছে কষ্ট নেবে কষ্ট !
লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট
পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট,
আলোর মাঝে কালোর কষ্ট
‘মালটি-কালার’ কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট
আর কে দেবে আমি ছাড়া আসল শোভন কষ্ট,
কার পুড়েছে জন্ম থেকে কপাল
এমন আমার মত ক’জনের আর সব হয়েছে নষ্ট,
আর কে দেবে আমার মতো হৃষ্টপুষ্ট কষ্ট
কোন মন্তব্য নেই