প্রিয় বন্ধুর স্টাটাস, Best Friends Statu.
➤আমি আগে ভাবতাম কাউকে ভালোবাসাটা খুব ভালো অনুভুতি...
কিন্তু এখন বুঝি যে বন্ধুদেরকে ভালবাসা বেশী ভালো!
কারণ তুমি যাদেরকে ভালবাসবে,
তাদেরকে হারিয়ে ফেলবে...
কিন্তু সত্যিকারের বন্ধুরা
জীবন থেকে কখনো হারিয়ে যায় না....
কি বলো সবাই??
➤আমার একজন বন্ধু দরকার, বন্ধু !!
যে বন্ধু উত্তাল সমুদ্রের অতল থেকে আমার।
শেষ রাতের চাপা আর্তনাদের শব্দ শুনবে,
আমার বুকেতে মাথা রেখে আমার
জীর্ণ মনের ক্ষুধা খুঁজবে,
প্রশান্তের নাবিক হয়ে আমায় বিশাল
এ্যালবাট্রসের ছায়া ভেজাবে, হ্যাঁ,
আমার ঠিক সেই রকম একজন বন্ধু চাই, বন্ধু ......।।
➤বন্ধু তুমি একা হলে আমার দিও
ডাক,গল্প করবো তোমার সাথে
আমি সারা রাত,তুমি যদি কষ্ট
পাও,আমায় দিও ভাগ,তোমার
কষ্ট শেয়ার করবো হাতে রেখে
হাত!,,,
➤সেই বন্ধু হয়.......
যার কাছে বিশ্বাসটুকু জমা রাখা যায়,
যার সাথে দুঃখ শেয়ার করা যায়,
যার সাথে সারাখন ঝগড়া করে
আবার মিলে যাওয়ার যায়...
➤কিছু মানুষকে বোঝা খুব কঠিন।
মাঝে মাঝে তাদেরকে খুব আপন মনে
হবে।
মনে হবে সে আপনার সবচেয়ে কাছের
ও
নি:স্বার্থ বন্ধু।
কিন্তু তা না!
তারা আসলে কারো জীবনে আপন হয়ে
আসে সবচেয়ে বড় ক্ষতিটা করবার
জন্য! তারা
হচ্ছে বন্ধুরূপি শত্রু!!!!
➤আকা বাকা পথে বন্ধু হেঁটে চলেছো একা,
মনের ঘরে খুজে দেখ পাবে আমার দেখা।
অনেক বিপদ এলে বন্ধু আমায় ডেকে নিয়ো,
সুখ গুলো এনে দিব দুঃখ গুলো দিয়ো।
সারাজীবন সুখে দুখে থাকবো তোমার সাথে,
কথা দিলাম আমি বন্ধু হাত রেখে হাতে।
কি! থাকবেতো আমার সাথে??
➤ভালো একজন বন্ধু যতোই ভুল করুক , তাকে কখন্ও ভুলে যেও না। কারন, পানি যতোই ময়লা হোক,আগুন নিভাতে সেই পানিই সবচেয়ে বেশি কাজে লাগে।
➤জীবনের খেলা ঘরে বন্দি আমি একা,
কোথায় আছো বন্ধু তুমি দেওনা আমায় দেখা।
একাকী এই জীবন আমার লাগে নাতো ভালো,
তুমি এসে জ্বালিয়ে দাও আধার ঘরে আলো।
কবে তুমি চন্দ্র হয়ে দিবে আমায় দেখা, বন্ধি হয়ে তোমার বুকে থাকবো আমি একা।
➤শত্রুকে যদি একবার ভয় কর তবে বন্ধুকে অন্তত দশবার ভয় করিও, কারণ বন্ধু যদি কোনোসময় শত্রু হয় তখন তার কবল হইতে মুক্তি পাওয়া সম্ভব হইবে না
➤বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-
কলেজেই। প্রাণের বন্ধু। তারপর আর না। আর না? সারা জীবনে আর না? জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়। তারা দু'রকমের। এনিমি আর নন-এনিমি। নন-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়।
➤কিছু কিছু পাতা আছে হালকা বাতাসে ঝরে যায়. কিছু কিছু ফুল আছে একটু গরমে শোকিয়ে যায়.আর কিছু কিছু বন্ধু আছে যারা একটু অভিমানে ভুলে যায়।
কিন্তু এখন বুঝি যে বন্ধুদেরকে ভালবাসা বেশী ভালো!
কারণ তুমি যাদেরকে ভালবাসবে,
তাদেরকে হারিয়ে ফেলবে...
কিন্তু সত্যিকারের বন্ধুরা
জীবন থেকে কখনো হারিয়ে যায় না....
কি বলো সবাই??
➤আমার একজন বন্ধু দরকার, বন্ধু !!
যে বন্ধু উত্তাল সমুদ্রের অতল থেকে আমার।
শেষ রাতের চাপা আর্তনাদের শব্দ শুনবে,
আমার বুকেতে মাথা রেখে আমার
জীর্ণ মনের ক্ষুধা খুঁজবে,
প্রশান্তের নাবিক হয়ে আমায় বিশাল
এ্যালবাট্রসের ছায়া ভেজাবে, হ্যাঁ,
আমার ঠিক সেই রকম একজন বন্ধু চাই, বন্ধু ......।।
➤বন্ধু তুমি একা হলে আমার দিও
ডাক,গল্প করবো তোমার সাথে
আমি সারা রাত,তুমি যদি কষ্ট
পাও,আমায় দিও ভাগ,তোমার
কষ্ট শেয়ার করবো হাতে রেখে
হাত!,,,
➤সেই বন্ধু হয়.......
যার কাছে বিশ্বাসটুকু জমা রাখা যায়,
যার সাথে দুঃখ শেয়ার করা যায়,
যার সাথে সারাখন ঝগড়া করে
আবার মিলে যাওয়ার যায়...
➤কিছু মানুষকে বোঝা খুব কঠিন।
মাঝে মাঝে তাদেরকে খুব আপন মনে
হবে।
মনে হবে সে আপনার সবচেয়ে কাছের
ও
নি:স্বার্থ বন্ধু।
কিন্তু তা না!
তারা আসলে কারো জীবনে আপন হয়ে
আসে সবচেয়ে বড় ক্ষতিটা করবার
জন্য! তারা
হচ্ছে বন্ধুরূপি শত্রু!!!!
➤আকা বাকা পথে বন্ধু হেঁটে চলেছো একা,
মনের ঘরে খুজে দেখ পাবে আমার দেখা।
অনেক বিপদ এলে বন্ধু আমায় ডেকে নিয়ো,
সুখ গুলো এনে দিব দুঃখ গুলো দিয়ো।
সারাজীবন সুখে দুখে থাকবো তোমার সাথে,
কথা দিলাম আমি বন্ধু হাত রেখে হাতে।
কি! থাকবেতো আমার সাথে??
➤ভালো একজন বন্ধু যতোই ভুল করুক , তাকে কখন্ও ভুলে যেও না। কারন, পানি যতোই ময়লা হোক,আগুন নিভাতে সেই পানিই সবচেয়ে বেশি কাজে লাগে।
➤জীবনের খেলা ঘরে বন্দি আমি একা,
কোথায় আছো বন্ধু তুমি দেওনা আমায় দেখা।
একাকী এই জীবন আমার লাগে নাতো ভালো,
তুমি এসে জ্বালিয়ে দাও আধার ঘরে আলো।
কবে তুমি চন্দ্র হয়ে দিবে আমায় দেখা, বন্ধি হয়ে তোমার বুকে থাকবো আমি একা।
➤শত্রুকে যদি একবার ভয় কর তবে বন্ধুকে অন্তত দশবার ভয় করিও, কারণ বন্ধু যদি কোনোসময় শত্রু হয় তখন তার কবল হইতে মুক্তি পাওয়া সম্ভব হইবে না
➤বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-
কলেজেই। প্রাণের বন্ধু। তারপর আর না। আর না? সারা জীবনে আর না? জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়। তারা দু'রকমের। এনিমি আর নন-এনিমি। নন-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়।
➤দুঃখ তুমি প্রমিস করো,
আমায় ছোবে না !
সুখ তুমি প্রমিস কর,
আমায় ছাড়বে না !
চোখ তুমি প্রমিস কর,
আমায় কাঁদাবে না !
আর বন্ধু তুমি প্রমিস কর,
আমায় ভুলবে না..!!
আমায় ছোবে না !
সুখ তুমি প্রমিস কর,
আমায় ছাড়বে না !
চোখ তুমি প্রমিস কর,
আমায় কাঁদাবে না !
আর বন্ধু তুমি প্রমিস কর,
আমায় ভুলবে না..!!
কোন মন্তব্য নেই