শুভ সকালের স্টাটাস . Good Morning Status
➤সকাল মানে ঘুম চোখে একটু জেগে ওঠা, সকাল মানে ভরের আলোয় নতুন গোলাপ ফোঁটা, সকাল মানে নতুন আশায় বাড়িয়ে দেয়য়া হাত। আজ সকালে তোমায় জানাই নতুন সুপ্রভাত।
➤শিশির ফোঁটার ঈস্পর্সে যেমন ফুলগুলি সব ফোটে, শীতল হাওয়ার ছোয়ায় মন সতেজ হয়ে উঠে, তুমি ও হয়ে উঠতে পারো এই মুহুর্তের স্বাক্ষী, সকাল বেলার সূর্য তোমায় তাই করতে চায় সঙ্গী। __শুভ সকাল_
➤ঘুম ঘুম রাত শেষে,সূর্য আবার উঠলো হেসে ..ফুটলো আবার ভোরেরআলো,দিনটা সবার কাটুক ভালো ..শুরু হল নতুন দিন,জানাই এইবার " gOOdmOrning " ...
➤সবাইকে জানাই শুভ্র সকালের কুয়াশা ভেজা শীতল সুভেচ্ছা ____সুভ সকাল____
➤আকাশের জন্য নীলিমা, চাঁদের জন্য পূর্নিমা, পাহাড়ের জন্য ঝর্না, নদীর জন্য মোহনা, আর তোমাদের জন্য রইলো "শুভ কামনা"..... "গোড মর্নিং"
➤শীতের শীতল ছোয়ায়, সোনালি রোদের মিষ্টি আলোয়, মন বলে সবায় আছ তো ভাল? ভাল থাকার ইচ্ছা জানাই তোমাদের, শুভেচছা... শুভ সকাল।
➤রাত গেল ঘুমে ঘুমে, হয়ে গেল ভর। ঘুম থেকে ঊঠে পর, খুলে দাউ ডোর। মনটা রাখ হাসি খুশি আজ সারা দিন, মন থেকে বলছি তোমাদের, *"গোড মর্নিং"*..!
➤ভোর হল দোর খোল খুকুমনি ওঠরে, ওই ডাকে জুই সাকে ফুলখুকি ছুটরে। আলসে নয় সে ওঠে রোজ সকালে , রোজ তাই চাদা ভাই টিপ দেয় কপালে।"
➤সকাল বেলার সোনালী আঁলো, আজ মনটা অনেক ভালো, কিচির মিচির ডাকছে পাখিঁ, খুলে দেখো দুটি আঁখি, শুভ হোক আজকের দিন, জানাই তোমায়
➤সকাল বেলা……
সকাল বেলা ঘুম থেকে উঠলে আমার মনে হয় ভাল কিছু করা দরকার ।কিন্তু সেই
ভাল কিছুটা আর করা হয়ে উঠে না ।কেন ? প্রশ্ন জাগে বার বার । কিন্তু সেই প্রশ্নের
উওর পাই না । কেন পাই না ?
জানি না………
শুধু জানি বন্ধুদের বলবো •সুপ্রভাত ফেসবুক বন্ধুরা•|
কোন মন্তব্য নেই