কস্টের স্টাটাস পর্ব ১, sed status imotional status
♛তোমাকে পাব না
জেনেও ভালবেসেছি।
ভালবাসলেই পেতে হবে
বিশ্বাস করি না।
না পাওয়ার কষ্টটা যেমন,
সুখটাও তেমন।
তবু ও বুকের মাঝে জমে থাকা
একটি দির্ঘ্ শ্বাস!
বের হবার পথ পায় না!!!
♛সুখ তুমি ফিরে আসো,
দুঃখ নিয়ে যাও?
পারিনা সইতে আর জ্বালা,
আমায় মুক্তি দাও?
পরে মনে তোমার সৃতি,
কান্না করি রোজ?
এক বারো কি হয়না সময়,
নিতে আমার খোঁজ?
♛অন্ধ ভালোবাসার গন্ধ বেশি,
নকল ভালোবাসার সুবাস বেশি,
সত্য প্রেমে রাগারাগি
নকল প্রেমে হাসাহাসি,
বুঝবে যেদিন খুজবে তাকে
অবহেলায় হারালে যাকে।
♛মাঝে মাঝে মনে হয় তোমার সাথে আমার
হৃদয়টা পাল্টাপাল্টি করি,, যাতে তুমি
বুঝতে পারো আমি তোমাকে কতোটা
ভালোবাসি.. আর আমি বুঝতে পারি, তুমি
আমাকে কতোটা ঘৃণা করো..!!
♛কাউকে কাঁদিয়ে যদি নিজেকে
বড় ভাব
তাহলে সেটাই হবে বড় ভুল ..কারন
বিধাতা একান্ত কারো জন্য কস্ট
সৃষ্টি
করেন নাই ....
অভিশাপ বলে একটা
বাক্যে
আছে ....
আর সেই কস্টের
অভিশাপে তুমি ও
একদিন কাদবে...।
♛তোমাকে হারিয়ে ফেলেছি,
কিন্তু জানো কি অদ্ভুত আমি তোমাকে হারানোর পর আমি নিজেকে প্রশ্ন করি,আদৌ তুমি কি আমার ছিলে??
ছিলে না তুমি আমার ,
তুমি ছিলে গোধূলির লাল আভা যা নিমিষেই হারিয়ে যায় ...
যা শুধু ক্ষীণ সময়ের জন্য ।
আঁকাশ কে চমকে দেয় ...
আবার নিমিষেই হারিয়ে যায় ...
যেমন তোমার হারিয়ে যাওয়া টা আমার জীবন থেকে ...
শুধু একবার না হাজার বার তোমাকে বুঝিয়েছি কতো টুকু ভালোবাসি,
হয়তো বুঝনি আর বুঝবেও না কোনো দিন আজ ভালোবাসি আমি আমার নীরবতাকে ...!!
♛জীবনের রাস্তায়
একা একা হেঁটে যাওয়া
কঠিন কাজ নয়।
কিন্তু কারো হাত ধরে
অনেক টা পথ এগিয়ে
যাওয়ার পরে
সেখান থেকে একা একা
ফিরে আসা খুবই কঠিন।
♛কিছু কিছু কথা আছে,
যা কাউকে বলা যায়না
কিছু কিছু অনুভূতি আছে,
যা কাউকে প্রকাশ করা যায় না
জীবন এ অনেক
ব্যাথা আছে
যা শত চেষ্টা করলেও
মুছে ফেলা যায়না...
♛পৃথিবীটা হচ্ছে অভিনেতা
তৈরির কারখানা। এখানে সবাই
অভিনেতা। কেউ পাঁকা অভিনেতা
আর কেউ কাঁচা অভিনেতা। যারা
কাঁচা অভিনেতা তার পাকা
অভিনেতাদের অভিনয়ের কাছে হার
মেনে অনবরত কষ্ট পেতে থাকে..
এরই নাম কি জীবন?
♛আপন ভেবে কাউকে
মনের সব কথা বলো না
এমন এক সময় আসবে-
সে তোমাকে তোমারই
কথা দিয়ে আঘাত করবে
- যার কষ্ট তুমি কখনোই সহ্য
করতে পারবে না--!!
♛স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে, স্বপ্ন
নিয়ে বেঁচে থাকা অনেক ভালো
কারন.স্মৃতি মানুষ কে কষ্ট দেয়,
মানুষ কে কাঁদায়। কিন্তু.স্বপ্ন মানুষ
কে নতুন কিছুর আশায় রাখে
♛প্রতিটি জিবন একটি সম্পর্কের কাছে
দূর্বল থাকে ।যেখানে কিছু অবুঝ সরলতা
আর কিছু বর্ণিল মুখের ভাষা জিবন কে
স্বার্থহীন ভাবে কাঁদায়.।যা কেউ
দেখে না
♛প্রত্যেক ভালবাসায় দুইজন
সুখী হলেও, তৃতীয় একজন অবশ্যই
কষ্ট পাবে ! এটাই হয়তো পৃথীবির নিয়ম
♛কষ্টে থাকা মানুষগুলো
সবসময় একটু
বেশিই হাসি খুশি থাকে
♛মুখের হাসিটা সবাই দেখে
বুকে লুকিয়ে থাকা
কষ্টটা কেউ দেখে না
♛মূল্য দিতে শিখুন
তার অনুভূতি গুলোকে
যে আপনাকে নিজের
থেকেও বেশি ভালোবাসে
♛না জেনে প্রিয় মানুষটাকে
ভুল বুঝো নাহ
হয়তো আড়ালে
সেও তোমার জন্য কাঁদে
♛তোমাকে এতোটাই
ভালোবাসি যে
মৃত্যু ছাড়া তোমাকে
কখনো ভুলা সম্ভব নয়
♛আমি ছিড়ে ফেলেছি ডায়রীর পাতা
যেখানে লিখা ছিলো হাজারো স্বপ্নের কথা
শুধু ছিড়তে পারিনি আমার মনের পাতা
যেখানে জমা আছে অনেক ব্যাথা
♛আমার শহরে আর ফিরে
আসার চেষ্টা করোনা
এই শহরের জীবন্ত লাশের
আত্মদান তুমি সইতে পারবে না
♛হুম আমি হিংসুটে
কারণ তোর পাশে
কাউকে সহ্য করতে পারি না
♛নিজের যোগ্যতার চেয়ে
কম যোগ্যতার
মানুষকে ভালোবাসো
সে তোমাকে অনেক মূল্য দিবে
♛একদিন সব ঠিক হয়ে যাবে
এই ভেবে কেটে যাচ্ছে
হাজারও মানুষের কষ্টের জীবন
♛সবকিছু ঠিক হয়ে যাবে
অন্যকে সান্তনা দেয়া মানুষটাই
দিনশেষে নিজেকে সান্তনা
দেওয়ার ভাষা খুঁজে পায়না
♛বিশেষ দিনগুলোতে
কেন জানি কোনো
কারন ছারাই মন খারাপ থাকে
কোন মন্তব্য নেই