মেয়ে পেটানোর স্টাটাস
দৃষ্টি ছুঁয়ে দিতাম। চোখে জমা
বিষাদ টুকু এক নিমিষে ধুয়ে
দিতাম। মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি
আমায় জড়িয়ে নিতে,কষ্ট আর
পারতো না তোমায় sঅকারণে কষ্ট
দিতে
➤প্রেম হলো সরল অংকের মত
সরল অংকে যেমন যোগ, বিয়োগ
গুন, ভাগ ও বন্দনী থাকে। তেমনি
প্রেমেও থাকে হাসিট্টাটা, মানঅভিমান
বিরহবিচ্ছেদ, অনাবিল
সুখ আর না পাওয়ার সীমাহীন বেদনা
➤ভালবাসো তাকে যে ভাবে
তোমাকে বন্ধু করো তাকে
যে চেনে তোমাকে আপন
করো তাকে, যে ভাবে তোমাকে
মনে রাখো তাকে যে কখনো
ভোলেনা তোমাকে জীবন
সাথী কর তাকে যে থাকবে
তোমার পাশে সারা জীবন
➤যদি, পৃথিবীকে ধ্বংস করতে
একদিন তৃতীয় মহাযুদ্ধ বাঁধে
যদি কমে যায় কভু আলো
আকাশের ঐ চাঁদে, তবুও
তুমি আমার, শুধু আমার
➤যদি, পৃথিবীকে ধ্বংস করতে
একদিন তৃতীয় মহাযুদ্ধ বাঁধে
যদি কমে যায় কভু আলো
আকাশের ঐ চাঁদে, তবুও
তুমি আমার, শুধু আমার
➤মনে পড়ে তোমাকে যখন
থাকি নিরবে ভাবি শুধু তোমাকে
সবসময় অনুভবে স্বপ্নে দেখি
তোমাকে চোখের প্রতি পলকে
আপন ভাবি তোমাকে আমার
প্রতি নিশ্বাসে ও বিশ্বাসে
➤শীতের চাদর জড়িযে
কুয়াশার মাঝে দাড়িয়ে, হাত
দুটো দাও বারিয়ে, শিশিরের
শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন
বুঝে নিও আমি আছি
তোমার পাশে সারাক্ষন
➤ভালবাসা স্বপ্নীল আকাশের
মত সত্য শিশির ভেজা ফুলের
মত পবিত্র কিন্তু সময়ের কাছে
পরাজিত বাস্তবতার কাছে অবহেলিত
➤তুমি সেই কবিতা, যা প্রতিদিন
ভাবি লিখতে পারিনা, তুমি
সেই ছবি, যা কল্পনা করি
আঁকতে পারি না, তুমি সেই
ভালবাসা ! যা প্রতিদিন চাই
কিন্তূ তা কখনোই পাই না
➤হতে পার তুমি মন থেকে
দুরে তথাপি, রয়েছো মোর নয়ন
পুরে, হয়তো তুমি নেই এই হৃদয়ে
তবুও রয়েছো পরশেরই ভিতরে
কারণ, ভালবাসি শুধুই তোমারে
➤তুমি আমার সৃষ্টিসীমার বাইরে
হতে পার, কিন্তূ আমার হৃদয়
থেকে দূরে নয়। তুমি আমার
নাগালের বাইরে যেতে পার
কিন্তূ আমার মন থেকে নয়
আমি তোমার কাছে কিছু না হতে
পারি! But তুমি আমার জীবনের সবকিছু
➤তুমি আমার সেই প্রিয়জন
যাকে আমার হৃদয়ের
সব ভালবাসা দিয়ে দিয়েছি
➤তুমি আমার সৃষ্টিসীমার বাইরে হতে পার
কিন্তু আমার হৃদয় থেকে দুরে নয়
তুমি আমার নাগালের বাইরে যেতে পার
কিন্তু আমার মন থেকে নয়
আমি তোমার কাছে কিছু হতে না পারি
But তুমি আমার কাছে জীবনের সবকিছু
➤একদম নিখুত
মানুষ খুজতে যেয়ো না
বিধাতা মানুষের ভিতর
কিছু খুত মিশিয়ে দিয়েছেন
বেশি নিখুত মানুষ খুজতে গেলে
তুমি ভালোবাসার কোনো মানুষই পাবে না
➤চোখে আছে কাজল
কানে আছে দুল
ঠোট যেন রক্তে রাঙা ফুল
চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি
এমন একজন মেয়েকে
সত্যি আমি...ভালোবাসি
➤পৃথিবীর সবচেয়ে আনন্দময়
জিনিস গুলোর জন্য কিন্তু টাকা লাগে না ।
বিনা মুল্যে পাওয়া যায়,
যেমন জোছনা, বর্ষার দিনের বৃষ্টি
আর মানুষের ভালোবাসা
➤যদি বৃষ্টি হতাম তোমার দৃষ্টি ছুয়ে দিতাম
চোখে জমা বিষাদটুকু এক নিমিষে ধুয়ে দিতাম
মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে
কষ্ট আর পারতো না তোমায় অকারণে কষ্ট দিতে
➤ভালোবাসা হল প্রজাপতির মত
যদি শক্ত করে ধর মরে যাবে
যদি হালকা করে ধর উড়ে যাবে
যদি যত্ন করে ধর কাছে রবে
কোন মন্তব্য নেই